কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) যখন তোলপাড় রাজ্য এখনও বেলঘরিয়ায় আক্রান্ত স্কুল ছাত্রী (School Girl Affected Belgharia)। বেলঘরিয়ায় রাস্তার উপর স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। সূত্রের খবর প্রেমের প্রস্তাবে ওই স্কুল ছাত্রী রাজি না হওয়ায় হামলা চালায় যুবক। মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে হামলা চালায় এক যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় বসে পড়ে কিশোরী। তার শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ঊর্তি করা হয়েছে। বাইপাসের ধারেই একটি বেরসকারি হাসপাতালে ওই কিশোরী চিকিৎসাধীন। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে মারধর করে স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে পথ অররোধ স্থানীয়দের।
আরও পড়ুন: হরিয়ানাতে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মমতা
পুলিশ সূত্রের খবর, বুধবার ঘটনাটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রফুল্ল নগর এলাকায় ঘটে। ওই এলাকাটি বেলঘরিয়া থানা ও বরানগর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবক ও যুবতীর মধ্যে কোনও বিযয় নিয়ে বচসা বাঁধে। আচমকা ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবতীকে। গুরুতর জখম হয় ওই কিশোরী। তার শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে।তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, ঘটনার পর অভিযুক্ কিশোরকে মারধর করেন স্থানীয় লোকজন। মারধরে জখম হয় সেই কিশোরও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত।
দেখুন ভিডিও