কলকাতা: মুকুল রায়ের (Mukul Roy) শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও সঙ্কট কাটেনি। হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভেন্টিলেশনে না থাকলেও অক্সিজেন চলছে মুকুলের। তিনি ঘোরের মধ্যে রয়েছেন বলে শনিবার হাসপাতাল সূত্রে খবর।
গত বুধবার মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। তারপরেও সঙ্কটজনক ছিলেন তিনি। শনিবার মুকুলের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে সামান্য হলেও উন্নতি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল। জ্ঞান হারান তিনি। এরপর রাত ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: সরকারি জমিতেই পার্টি অফিস, উদাসীন প্রশাসন!