হুগলি: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Avijan) ডাক দিয়েছে। সেদিন অশান্তি পাকানো হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তার আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে পুলিশের। এরকমই নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সমেত পাঁচ দুষ্কৃতী সহ একটি গাড়ি আটক করল পুলিশ। সোমবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক। ২ টি আগ্নেয়াস্ত্র সমেত ৫ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬) , সৌম সুরুল (৩৩), সুমিত দাস(২০), স্বস্তি দাস (৩০), দীপক সিং( ২৬)। এরা সবাই শ্রীরামপুরের বাসিন্দা । আজ তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। কী কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বাংলাদেশে ৭৪টি খুনের মামলা হাসিনার বিরুদ্ধে, কী ভবিষ্যৎ?
আরও খবর দেখুন