বারুইপুর: মদ্যপানে রাজি না হওয়ায় এক যুবককে মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার (Narendrapur PS) খেয়াদহের রুমঝুম পার্ক এলাকায়। আক্রান্ত যুবক ও তাঁর পরিবারের পক্ষ থেকে রবিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, রুমঝুম পার্ক এলাকার বাসিন্দা বাপ্পা মণ্ডল। বাড়ির কিছু জিনিস কিনতে শনিবার রাতে তিনি দোকানে যাচ্ছিলেন। সেই সময় বিশ্বজিৎ দাস সহ আরও কয়েকজন স্থানীয় যুবক মদ্যপান করছিল রাস্তার পাশে বসে। বাপ্পাকেও মদ্যপান করার বিষয়ে জোরাজুরি করে তারা। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বাপ্পাকে মারধর করা হয়। মেরে তার নাক দিয়ে রক্ত বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আহত অবস্থায় রাতেই তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন বাপ্পা।এই ঘটনায় আজ সকালে অভিযুক্তদের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বাপ্পা। বাপ্পার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: বাংলাদেশে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ক্ষুব্ধ সেনা প্রধান
আরও খবর দেখুন: