বারুইপুর: সরকারি হাসপাতালে ফের মাতলামির অভিযোগ উঠল বারুইপুরে। মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপির অভিযোগ সামনে এল। চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণ এবং এক্স-রে বিভাগ গিয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠল ওই যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই মদ্যপ যুবক নিজেকে বিধায়কের ঘনিষ্ঠ বলেও দাবি করেন। সেই প্রভাব খাটিয়ে ওই মদ্যপ যুবক হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে খবর। সূত্রের খবর, রাতে মাতলামি করার সময় ওই যুবক নিজেকে বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে দাবি করেন। তাঁদের ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মীকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার হুমকি দেয় বলে খবর।
আরও পড়ুন: ডোমকলে রহস্যময় বিস্ফোরণ! তদন্তে নামল ফরেনসিক টিম
এমনই সব গুরুতর অভিযোগ সামনে এসেছে ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তাঁর নাম নাকি অনিক দাস এবং তাঁর বাড়ি সোনারপুর। ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সর্দার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে কর্মরত অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত। তিনি বলেন, “এবার কি আমাদের হাতে লাঠি থাকবে! আমরা নিরুপায় হয়ে যাচ্ছি।”
দেখুন আরও খবর: