কলকাতা: রাজ্যের ন’লক্ষ পড়ুয়ার আধার কার্ড (Aadhar Card) নেই। জেলায় জেলায় শিবির তৈরি করে কার্ড তৈরি ঘোষণা শিক্ষা দফতরের। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আধার কার্ড তৈরির শিবির শুরু হবে। প্রতিটি ব্লকে কম করে দু’জায়গায় আধার কার্ড তৈরির শিবির হবে। এই শিবিরের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কার্ড হবে।
স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরির কাজ আজ অর্থাৎ বুধবার থেকেই শুরু হচ্ছে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের আধার কার্ড করতে কোনও টাকা লাগবে ন। প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের আধার নথিভুক্তকরণের কাজ শুরু হচ্ছে এদিন থেকেই। পড়ুয়াদের জন্য প্রতি ব্লকে দুটি করে আধার তৈরির শিবির থাকছে। সেখানে গিয়ে পড়ুয়ারা নিজেদের নাম নথিভুক্ত করবে। এরপর সমস্ত বায়োমেট্রিক তথ্য নিয়ে তৈরি করে দেওয়া হবে আধার কার্ড।
আরও পড়ুন: ফের নুসরতকে চিঠি ইডি’র
এই মুহূর্তে যে সব জায়গায় শিবির করা সম্ভব হবে না, সেখানে যত দ্রুত সম্ভব শিবিরের কাজ শুরু করতে হবে। শুধু সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুলের পড়ুয়ারাও ওই সব শিবিরে আধার কার্ড তৈরি করতে পারবে। আধার কার্ড তৈরির কেন্দ্র খোলার জন্য প্রত্যেক জেলাকে চিঠি পাঠানো হয়েছে। শিবির করার জন্য জেলা শাসক, মহকুমা শাসক ও ব্লক বিডিওদের সহযোগিতা করতে নির্দেশ দেওয়ার হয়েছে।