
ওয়েব ডেস্ক: সামনেই ‘ মিস্টার পারফেকশনিস্টে’এর জন্মদিন…আরে কথা হচ্ছে আমির খানের। আর সেই উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খানের একাধিক ছবি। কোন কোন ছবি আবারও রি-রিলিজের পথে কোন কোন ছবি? চলুন জেনে নেওয়া যাক
View this post on Instagram
আরও পড়ুন: স্বচ্ছ পোশাকে স্পষ্ট স্তনবৃন্ত, সমালোচিত জ্যাকসন-কন্যা
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! বলি অভিনেতা আমির খানের ৬০ তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেতে চলেছে তাঁর ২২ টি কালজয়ী ছবি। আগামী ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহগুলিতে দেখা যাবে আমির খানের ছবি। বিশেষ চলচ্চিত্র উৎসবের নাম দেওয়া হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। যে ছবিগুলি দেখা যাবে সেগুলি হল: ‘লগন’, ‘থ্রি ইডিয়টস’,’দঙ্গল’, ‘হাম হ্যায় রহি প্যায়ার কা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘গজনি’, ‘আকেলে হাম আকেলে তুম’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘পিকে’, ‘ধুম ৩’, ‘রং দে বাসন্তী’, ‘গুলম’, ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘লাল সিং চাড্ডা’, ‘তারে জামিন পর’, ‘সারফারোজ’, ‘যো জিতা ওহি সিকন্দর’, ‘তালাশ’, ‘ফানা’, ‘দিল চাহাতা হ্যায়’, ‘দিল’।
দেখুন অন্য খবর