নয়াদিল্লি: আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা ভোট (Delhi Assembly Election) অনুষ্ঠিত হবে। ক্ষমতা ধরে রাখতে আইপ্যাকের শরণাপন্ন আম আদমি পার্টি (I-Pac)। ২০২৫-এ দিল্লির ভোটের জন্য আইপ্যাকের সঙ্গে চুক্তি করল আপ। সূত্রের খবর, প্রতীক জৈনের সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে কেজরির দল।
বাংলায় তৃণমূলের পরামর্শদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছে আইপ্যাক। ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে যে অভাবনীয় সাফল্য পেয়েছে তৃণমূল। বাংলার শাসকদলের এই সাফল্যের পিছনে রয়েছে আইপ্যাকের পরামর্শ। নিচুতলার একাধিক ইস্যু নিয়ে অভিনব প্রচারের কৌশলে সাফল্য এসেছে। সেই কৌশলকে কাজে লাগিয়ে দিল্লির নির্বাচনে বৈতরনী পার করতে চাইছে আম আদমি পার্টি।
আরও পড়ুন: বিরোধীদের দাবি মেনে ওয়াকফ বিল বিষয়ক জেপিসির মেয়াদ বাড়ল
উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা ভোটে দিল্লির সাতটি আসনেই বিজেপির কাছে হারতে হয়েছিল আপকে। কিন্ত তার প্রভাব বিধানসভা ভোটে পড়েনি। ২০২৪ সালের লোকসভা ভোটেও আপ সাতটি লোকসভা আসনেই পরাস্ত হয়েছে। রাজনৈতিক মহলের মতে গত বছরের নির্বাচনের সঙ্গেই এবারের ভোটের বিস্তর ফারাক রয়েছে। দুর্নীতির ফলায় বিদ্ধ আপের একাধিক নেতা। দুর্নীতির অভিযোগে খোদ কেজরিওয়ালকে (Arbind Kejriwal) গ্রেফতার হতে হয়েছিল। দিল্লিকেই পাখির চোখ করতে চলেছে মোদি-শাহ। রাজধানীর গদি দখলে মরিয়া বিজেপি। ক্ষমতা ধরে রাখতে আই প্যাকের দ্বারস্থ হলেন কেজরিওয়াল।
অন্য খবর দেখুন