দিল্লি: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে দিল্লির (Delhi) আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। দেশের রাজধানীতে বাড়তে থাকা অপরাধের ঘটনার প্রসঙ্গ টেনেছেন তিনি। এই বিষয়ে আপ সভাপতি সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি সাফ লিখেছেন, “দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে।”
কেজরিওয়াল দিল্লিতে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি শনিবার আপ সভাপতি দিল্লির নিরাপত্তা ইস্যুতে বলেন, “দেশের ১৯টি বড় শহরের মধ্যে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তোলাবাজ চক্র সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরে বোমার হুমকি, মাদক সংক্রান্ত অপরাধ দিল্লিতে সাড়ে তিনশো গুণ বেড়েছে। দিল্লির বাসিন্দারা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”
আরও পড়ুন: ফের আধার নথি আপলোডের সময়সীমা বাড়ানো হল, জানুন শেষ তারিখ
প্রসঙ্গত, দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হওয়ার কারণে সেখানকার নিরাপত্তা ভার অর্থাৎ, দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ থাকে না রাজ্য সরকারের হাতে। সেই মোতাবেক আপ সরকার দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারে না। জাতীয় রাজধানী অঞ্চলের নিরাপত্তার ভার সামলায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ, অমিত শাহর হাতেই রয়েছে দিল্লি পুলিশের রাশ। সেই কারণে এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উপর চাপ বাড়াতে নিরাপত্তা ইস্যুকে তুলে ধরলেন আপ সভাপতি।
দেখুন আরও খবর: