নৈহাটি: বড়মার দ্বারে পৌঁছে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন পুজো, করলেন আরতিও। শাড়ি পাঠান হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও। প্রথমে মন্দিরের বাইরের মাটির প্রতিমার পুজো দেন অভিষেক। পরে নবনির্মিত মন্দিরের ভিতরে পুজোয় অংশ নেন সাংসদ।
এদিন তাঁর পাশেই দেখা যায় তাপস রায়, অর্জুন সিংকেও। এছাড়াও দেখা যায় পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতা মন্ত্রীরাও।
আরও পড়ুন: দাদু গাড়ির চাকায় পিষ্ট নাতি, দেখুন সেই ভিডিও
দর্শন করেন বড়মার নতুন কষ্টিপাথরের তৈরি মূর্তি। সেখানও গিয়ে প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন তিনি। অভিষেকের এই সফরকে ঘিরে আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বড়মায়ের গোটা মন্দির চত্বর। প্রসঙ্গত, এর আগে মন্দির উদ্বোধনের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছিল। যদিও সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি।
অন্য খবর দেখুন: