কলকাতা: বাঙালি আজ মেতে উঠেছেন বাগ দেবীর আরাধনায়। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিসে আজ বাগদেবীর আরাধনায় মগ্ন সকলেই। বাদ নেই সেলেবরাও। পাশাপাশি সরস্বতী পুজোয় সামিল হতে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিতদেরও। সপরিবারে বাগ দেবীর আরাধনায় মাতলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের সঙ্গে পুজোয় সমস্ত সময় হাজির ছিলেন অভিষেক পত্নী রুজিরাও।
ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন, “বসন্ত পঞ্চমীর এই পবিত্র দিনে, আমি আমার পরিবার এবং সহকর্মীদের সঙ্গে মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে যোগ দিয়েছি, যিনি জ্ঞান, বুদ্ধি এবং শিল্পের চিরন্তন উৎস। তিনিই শিক্ষার মূল উৎস, যিনি অজ্ঞতা দূর করে ঐশ্বরিক শক্তিতে জ্ঞান ও সৃজনশীলতার পথ আলোকিত করেন।” তিনি আরও লেখেন, ” বাগদেবীর আশীর্বাদ মনকে সত্যের সন্ধানে, শিল্পীদের সৃষ্টিতে এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত করে। তাঁর আলোকিত উপস্থিতিতে জ্ঞান প্রকৃত প্রকাশ খুঁজে পায় এবং প্রতিভা তার অসীম সম্ভাবনা আবিষ্কার করে।”
On this sacred occasion of Basanta Panchami, I joined my family and colleagues in paying homage to Maa Saraswati, the…
Posted by Abhishek Banerjee on Monday, February 3, 2025
আরও পড়ুন: চালু হবে এক দেশ এক সময়, ‘অ্যাটমিক ঘড়ি’ আনছেন ভারতীয় বিজ্ঞানীরা!
অভিষেক এদিন সকলের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, “মা সরস্বতী প্রত্যেক ছাত্র, শিল্পীকে স্বপ্ন দেখার জ্ঞান, সৃষ্টি করার সাহস এবং শ্রেষ্ঠত্ব অর্জনের অধ্যবসায় দিয়ে আশীর্বাদ করুন। তাঁর ঐশ্বরিক কৃপা আমাদের যুবসমাজকে আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করুক, যেখানে বুদ্ধি এবং শিল্প সমানভাবে বিকশিত হয়। হাত জোড় করে, আমি মা প্রজ্ঞা-দায়িনীর চরণে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।”
দেখুন অন্য খবর