কলকাতা: নরওয়ে সফর বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত এই সফর হওয়ার কথা ছিল। নরওয়েতে (Norway tour) গিয়ে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের।
আরও পড়ুন:আপের মহেশ খিঞ্চি দিল্লির নতুন মেয়র
সূত্রের খবর, বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন অতি দ্রুত হবে তৃণমূল কংগ্রেসের। সেই জন্য এই সফর বাতিল করেছেন।
চিঠি পাঠিয়ে আমন্ত্রণ করা হয়েছিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ের ওসলোতে এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল। ভারত ও নরওয়ের মধ্য়ে পারস্পরিক সম্পর্ককে আরও উন্নত করতে এই সম্মেলন। এই কর্মসূচির আয়োজন করেছে রয়াল নরওয়েজিয়ান এমব্যাসি, ইউএন ওমেন।
দেখুন অন্য খবর: