কলকাতা: পুজোতে হল মাতাতে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বহুরূপী’ (Bohurupi)। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ‘বহুরূপী’র প্রথম ঝলক ও প্রধান চরিত্রদের লুক। এবার প্রকাশ্যে এল অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির টিজার। এবার পুজোতে দুই তারকার সম্মুখে। তা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা।
৮ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বহুরূপী’। শুক্রবারই প্রকাশ্যে এল বহুরূপীর টিজার (Bohurupi Teaser)। গত বছরের পুজোয় বক্স অফিসের মুক্তি পেয়েছিল তাঁদের ‘রক্তবীজ’। সেই ছবিতে আইজি পঙ্কজ সিনহা হয়ে নজর কেড়েছিলেন আবির (Abir Chatterjee)। এবারে তিনি হয়েছেন এসআই সুমন্ত ঘোষাল। কড়া মেজাজ, ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার ‘এসআই সুমন্ত ঘোষাল’ আবির। অন্যদিকে ধুরন্ধর বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। একাধিক শেড করয়েছে’বিক্রম’ চরিত্রে। ছবিতে একজন ডাকাতের ভূমিকায় শিবপ্রসাদ ৷ যে কি না, বারবার নিজের ভোল পালটায় ৷ বিক্রম ক্যারেটারে শিবপ্রসাদকে দেখতে চলেছেন দর্শক সে আভাসও মিলেছে টিজারে। কীভাবে সুমন্ত-বিক্রম মুখোমুখি যুদ্ধে নামে, তা দেখার অপেক্ষায় দর্শকরা ৷
আরও পড়ুন: ‘প্রাণ হারানোর বিচার চাই…’, পোস্ট দেবের!
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়। এই ছবিতে বিক্রম চরিত্রের খাতিরে ওজন কমিয়েছেন শিবপ্রসাদ ৷ পর্দায় প্রেম করবেন তাঁর থেকে কমবয়সী কৌশানির সঙ্গে ৷ টিজারের পরতে পরতে থ্রিল যেমন রয়েছে তেমন এক আধবার চলকে উঠেছে রোম্যান্সের ঝলক। চোর-পুলিশের খেলায় এই কে বাজিমাত করবে তা নিয়ে এগোবে বহুরূপী। এর আগে পরিচালক নন্দিতা রায় জানিয়েছিলেন, 14 অগস্ট ছবির টিজার প্রকাশ করার পরিকল্পনা ছিল তাঁদের ৷ কিন্তু আরজি কর হাসপাতালের দুঃখজনক ঘটনার কারণে, তা স্থগিত করা হয়৷
অন্য খবর দেখুন