ওয়েবডেস্ক- সকাল থেকে কখনও রোদ আবার কখনও বৃষ্টি, এইভাবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে মেঘের (Cloudy Sky) খেলা চলছে। আবার কখনও রোদের মধ্যেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। চলতি সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা (Scattered heavy rain warning) । অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকার জেরে ও ঝাড়খন্ডে একটি নিম্নচাপ Active Low Pressure) তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলায়।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি চলবে। দিনভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেইসঙ্গে চলবে ঝোড়ো হাওয়ার দাপট।
আরও পড়ুন- দিঘার মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ আখ্যা, জনস্বার্থ মামলার আবেদন বিশ্ব হিন্দু পরিষদের
কলকাতায় (Kolkata Weather) ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টির হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে (North Benal Weather) সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২২.৪ মিলিমিটার।
দেখুন আরও খবর-