কলকাতা: দিনকয়েক শহরে ছিলেন না। ছুটি কাটিয়ে বুধবারই শহরে ফিরেছেন দেব ও রুক্মিণী। বিদেশের কোনও এক মরুশহরে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। বিদেশ থেকে ফিরেই বড় বিপদে দেব (Dev)! কলকাতায় এসেই তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতার বাবা গুরুপদ অধিকারী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অভিনেতার বাবার হার্টের সমস্যা। কালো টিশার্ট আর টুপি মাথায় হাসপাতালে ঢুকতে দেখা যায় দেবকে। দেবের সঙ্গে ছিলেন তাঁর আপ্ত সহায়কও। রাতে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল অভিনেতাকে।
আরও পড়ুন: জনপ্রিয়তায় প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গেলেন শ্রদ্ধা
আরজি কর কাণ্ডের মাঝেই সৌদি সফরের ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা। তাঁর দায়িত্ব জ্ঞানহীনতা নিয়েও সওয়াল করেছেন নিন্দকরা। সোশ্যাল মিডিয়ায় তিনি সৌদি আরব থেকে জিম করার একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই কমেন্ট বক্সে কেউ লিখলেন- ‘খুব অচেনা লাগছে তোমায়। এতটা রাজনীতি কবে শিখে গেলে? বড্ড বদলে গেছ!’ কারও দাবি, ‘তোমাৱ প্রতিক্রিয়া কোথায় আজ হিৱো? কেন কিছু বলছ না?’বিদেশে থেকেই দেব তাঁর ‘খাদান’ এর টিজার মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছিলেন। জানিয়েছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আনন্দ অনুষ্ঠান সাজে না।
View this post on Instagram
অন্য খবর দেখুন