সম্পর্ক কোনওদিন আড়ালে আবডালে রাখেননি তিনি। সোশ্যাম মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা মেলে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি। অনেকদিনের প্রেমিক এডওয়ার্ড জ্যাক পিটার ওয়েস্টউইকের সঙ্গে অগস্ট মাসে বিয়ে সারেন অ্যামি লুই জ্যাকসন। বিয়ের দু’মাস পরই সুখবর দিলেন অভিনেত্রী অ্যামি জ্যাকশন (Amy Jackson)। ভক্তদের জানালেন দ্বিতীয়বারের জন্য ‘মা’ হতে চলেছেন তিনি।
আরও পড়ুন: দীপাবলিতে প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ঋতাভরী
অ্যামির প্রথম সন্তানের বয়স পাঁচের আশেপাশে। লন্ডনে যাওয়ার পর জর্জ পানায়িওতৌ নামে এক হোটেল ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান অ্যামি। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৯ সালে বাগদান পর্ব সারেন অভিনেত্রী। সেই বছরই এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বাগনানের দু’বছর পর ২০২১-এ জর্জের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অ্যামির। ছেলের সঙ্গে একাই থাকা শুরু করেন অভিনেত্রী। বিচ্ছেদের এক বছর পর নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০২২ সাল থেকে এডওয়ার্ডের সঙ্গে অ্যামির সম্পর্ক। চলতি বছরের জানুয়ারিতে আংটিবদল সারেন যুগল। এবার তাঁর সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
এক সময়ে প্রতীক বব্বরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলেছিল বি-টাউনের অন্দরে। বলিউডে পা রেখে সহ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান অ্যামি। মুক্তি পায় তাদের ছবি ‘এক দিওয়ানা থা’। কানাঘুষোয় শোনা যায় সম্পর্কে ছিলেন তাঁরা। অভিনেতার জন্য হাতে ট্যাটু পর্যন্ত করান অ্যামি। তবে সম্পর্ক ভাঙার কারণে পড়ে সেটি মুছে ফেলেন অ্যামি।
দেখুন আরও খবর: