কলকাতা: অনেক ঝড়ঝাপটা কাটিয়ে অবশেষে রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) সঙ্গে সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar)। ছেলে সহজকে নিয়ে এখন তিনজনে এক ছাদের তলায় থাকছেন। সময় পেলেই রাহুল-প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দেন প্রিয়াঙ্কা। এবারও ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কাকে দেখা গেল সুন্দর এক সময় কাটাতে
আরও পড়ুন: রাহুলকাণ্ডে সরব টলিপাড়া, জরুরি বৈঠক বৃহস্পতিতে
হাজার ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা অবশ্য শুরু থেকেই ছেলেকে যতটা সম্ভব সময় দেন, একসঙ্গে ছুটিও কাটান। সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ছেলে সহজের সঙ্গে পুলের জলে মজা করতে দেখা গিয়েছে। আকাশী নীল রংয়ের সুইম স্যুটে প্রিয়াঙ্কা ছেলের সঙ্গেই পুলের জলে খুনসুটি করছেন। একেবারে নো মেকআপ লুকেই ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেই সাঁতার কাটতে দেখা গেল মা ও ছেলেকে। শুধু পুলের জলেই নয়, প্রিয়াঙ্কা ও সহজকে বোটিং করতে, কখনও আবার টোটো করে ঘুরতে দেখা গিয়েছে। ক্যাপশনে দিয়েছেন, ‘Making Memories..’। কিন্তু ভিডিও জুড়ে কোথাও দেখা গেল না রাহুলকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন