কলকাতা: আরজি করের (RG Kar Incident) ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। দেশজুড়েই চলছে আন্দোলন-প্রতিবাদ। সরব হয়েছে সবক্ষেত্র। মিছিলে মিছিলে গর্জে উঠেছে শহরের রাজপথ। এই আবহে পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে ‘হেমা কমিশন’ একটি রিপোর্ট পেশ করেছে। সেই একই অভিজ্ঞতা হয়েছে ঋতাভরী ও টলিপাড়ার অন্য অভিনেত্রীদেরও, সমাজমাধ্যমের এক পোস্টে এমনই দাবি করলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। বাংলার চলচ্চিত্র জগতেও হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়, সেই আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন আলিয়া, কোথায় গেলেন অভিনেত্রী?
ঋতাভরী তাঁর পোস্টে টলিউডকে ‘সুগার কোটেড ব্রথেল’ বলেও উল্লেখ করেন। অভিনেত্রী লেখেন, মালয়ালম সিনেমা জগতের যৌন হেনস্থার ঘটনাগুলোর সকলের সামনে প্রকাশ্যে এনেছে হেমা কমিশন। বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। জানি আরও কয়েক জন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে। বাংলা চলচ্চিত্র জগতের নায়ক, পরিচালক ও প্রযোজকেরা নিশানায় করে ঋতাভরী লিখেছেন, নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। তাঁদের এই সমস্ত কাজের কোনও শাস্তি নেই। আরজি করের ঘটনায় এঁদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গিয়েছে। ঋতাভরী তাঁর পোস্টের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন। তিনি লেখেন, ‘এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে খুলুন। আমি আমরা-সহ কর্মীদের তরফে অনুরোধ করছি এই নোংরা মানুষ গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান।
View this post on Instagram
অন্য খবর দেখুন