skip to content
Friday, January 17, 2025
HomeScroll'প্রথম ভালোবাসা'কে খোলা চিঠি স্বস্তিকার! ইন্ডাস্ট্রির কোন হিরোকে ইঙ্গিত করলেন অভিনেত্রী?

‘প্রথম ভালোবাসা’কে খোলা চিঠি স্বস্তিকার! ইন্ডাস্ট্রির কোন হিরোকে ইঙ্গিত করলেন অভিনেত্রী?

স্বস্তিকার পোস্ট দেখে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়

Follow Us :

সোজা কথা সোজা ভাবে বলেন জনপ্রিয় টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) অভ্যাস। অন্যায় দেখলে সরাসরি প্রতিবাদ করেন তিনি। আবার মনখারাপ বা আবেগের কথাও ভক্তদের খোলাখুলি বলতে রাখঢাক করেন না। মাধ্যম হিসেবে বেছে নেন সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: হলুদ ট্যাক্সিতে চড়ে কলকাতা ভ্রমণ দিলজিতের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্রান্তি সিনেমার একটি গানের লিঙ্ক শেয়ার করে লিখেছেন, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। ১২ টা বেজে গেল। কিন্তু হিন্দু মতে সূর্যদয় অব্দি সময় থাকে। সূর্যদয় না হওয়া অব্দি আজ ৩০ সে নভেম্বর। শুভ জন্মদিন প্রথম প্রেম। সব যায়। স্মৃতিটুকু রয়ে যায়। যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালবাসা টুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না রাখছেনা সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।’

স্বস্তিকার পোস্ট দেখে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। ‘প্রথম প্রেম’ বলতে কি জিৎকেই ইঙ্গিত করলেন অভিনেত্রী? ৩০ নভেম্বর যে জিতের জন্মদিন ভক্তমহলে বিষয়টি কারোর অজানা নয়। এক সময়ে ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা-জিতের সম্পর্ক নিয়ে চর্চার কমতি ছিল না। গুজব রটেছিল, স্বস্তিকার জন্যই প্রেম ভেঙেছে কোয়েল ও জিতের। যদিও আজ পর্যন্ত এ নিয়ে মুখে কুলুপ দুজনের। তবে বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে ঠোঁটকাটা স্বস্তিকা। অকপটে স্বীকার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি।

দেখুন আরও খবর: 

 

 

RELATED ARTICLES

Most Popular