লখনউ: চারদিকে গভীর জঙ্গল (Deep Forest) । তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন। কিন্তু কেন? কি করছে ওরা ওখানে। এক হাড়হিম করা ঘটনা সাক্ষী হতে হয়েছিল কয়েকজন পড়ুয়াকে। অ্যাডভেঞ্চারের (Adventure) নেশা পেয়ে বসেছিল ওদের। অনুসন্ধানের আনন্দে তারা ক্রমশ গভীর থেকে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়।
চারদিকে এত অন্ধকার, যে গাছগুলি প্রায় আকাশ ছুঁয়েছে। দিনের বেলাতেও রাতের অন্ধকার। সেই গভীর অরণ্য থেকে কোনও রকমে প্রাণ হাতে করে বেঁচে ফিরলেন পড়ুয়ারা।
উত্তরপ্রদেশের (Uttarpradesh) কাতারনিয়া(Katarnia Sanctuary ) অভয়ারণ্যে(Sanctuary)ঢুকে পড়েছিল ওরা। ভিতরে ঢুকতে ঢুকতে এক সময় পথ হারিয়ে ফেলে তারা। শেষে বনকর্মীদের তৎপরতায় শেষ রক্ষা হয়। উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয় তাঁদের।
আরও পড়ুন- ‘গত দেড় বছরে প্রায় ১০ লক্ষ স্থায়ী সরকারি চাকরি হয়েছে’, দাবি মোদির
রবিবার গোন্দা জেলার নিউ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউটের শতাধিক পড়ুয়াকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন শিক্ষকরা। প্রথমে তারা বর্ডার পার করে নেপালে ঢুকতে চেয়েছিল। কিন্তু সেখানে নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। সেখানে বাধা পেয়ে কাতারনিয়া অভয়ারণ্যে ঢুকে পড়ে তারা।
কাতারনিয়া অভয়ারণ্যে লেপার্ড, বাঘ, হাতি সহ প্রচুর বন্যপ্রাণী রয়েছে। অভয়ারণ্যের গভীরে আম্বা গ্রামে পৌঁছে আটকে পড়েন তাঁরা। স্থানীয়রা তাঁদের যেতে নিষেধ করেছিল,কিন্তু তারা তাঁদের কথায় পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি। এর পরেই শুরু হয় অন্য কাহিনি। গভীর অভয়ারণ্যে হারিয়ে যায় তারা। সেইসঙ্গে প্রচণ্ড ঠান্ডায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ছিল না খাবারও। পড়ুয়াদের আটকে থাকার কথা স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মী থেকে পুলিশ।
মাঝরাতে গভীর অভয়ারণ্য থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাঁদের গোন্দায় পৌঁছে দেওয়া হয়।
বন দফতরের তরফে জানানো হয়েছে, স্কুল থেকে ১৫৫ জন শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন। এর মধ্যে ১৩৩ জন পড়ুয়া ছিল। সকলে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। সকলেই সুস্থ আছে।
দেখুন অন্য খবর-N