বারুইপুর: গেমে আসক্তির চরম পরিণতি? কম্পিউটারে ভূতের গেম (Ghost Game) খেলার জেরে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। পরিবারের এই দাবিতে এমনই প্রশ্ন উঠছে। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তার দেহ। বারুইপুরের দত্ত পাড়ায় ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিবারের দাবি, গেমে আসক্তিই কাল হল। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
সাগ্নিকের বাবা বারুইপুর আদালতের আইনজীবী। তার মা স্কুল শিক্ষিকা। মৃতের বাবা বলেন, ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত। মোবাইল কেড়েও নিয়েছিলাম। তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি। এই ভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবতে পারিনি।
আরও পড়ুন: রাজভবনে কলকাতা পুলিশের নিরাপত্তা চান না রাজ্যপাল
আরও খবর দেখুন