বহরমপুর: লোকসভা ভোটে পরাজয়ের পরেও তৃণমূলের (TMC) বিরুদ্ধে আক্রমণের ধারা অব্যাহত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে হকার উচ্ছেদ নিয়ে সাড়া পড়ে গিয়েছে রাজ্যে। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদে ও বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজারও চলেছে। তারই মধ্যে হকার উচ্ছেদ নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অধীর।
শুক্রবার দুপুরে বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, রাজ্য পুলিশের লাঠি গুঁতো খেয়ে কোনও হকার জীবন যাপন করতে চায় না। কিন্তু বাধ্য হয়ে তাঁরা রাস্তায় হকারি করে সংসার চালায়। অথচ তাঁদের উচ্ছেদ করতে চাইছে রাজ্য সরকার। হকাররা তৃণমূলের মিছিলে যায়। তাদের পুনর্বাসন না দিয়ে কী করে উচ্ছেদ করেন! কত হকার রয়েছে তার হিসেব রাখে না রাজ্য সরকার বলেও দাবি করেন অধীর। পাশাপাশি গত লোকসভা ভোটে নিজের পরাজয় প্রসঙ্গে তৃণমূলকে এক হাত নিয়ে অধীর বলেন, আমাকে হারানোর জন্য বিভাজনের রাজনীতি করেছিল তৃণমূল।
আরও পড়ুন: পুকুর থেকে নবম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার
আরও খবর দেখুন