কাকদ্বীপ: হাতে গোনা আর কটা মাত্র দিন বাকি। তারপরেই বঙ্গবাসী মেতে উঠবে নতুন বছরের আগমনে। আর নতুন বছর মানেই গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পূর্ণার্থী যেখানে প্রতিবছর ভিড় জমান। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আর এবার গঙ্গাসাগর মেলা ঘিরে নজর কাড়ল প্রশাসনিক তৎপরতা। গঙ্গাসাগরে পরিবহণ ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হল জেলা প্রশাসনের তরফ থেকে। মড়িকাটা নদীতে চলছে পলি কাটার কাজ।
আরও পড়ুন: সেমিনার রুমে নয়, তিলোত্তমার খুনের ক্রাইম সিন অন্য! CSFL- এর তথ্যে চাঞ্চল্য
উল্লেখ্য, সাগরমেলায় পূর্ণার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৭ ঘন্টা বন্ধ রাখতে হয় ভেসেল পরিষেবা। যার জেরে গঙ্গাসাগর মেলার সময় কাকদ্বীপের লট নম্বর ৮ এবং কচুবেড়িয়াতে বহু দর্শনার্থী আটকে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল কাকদ্বীপ প্রশাসনের তরফ থেকে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানও হয়েছে ভেসেলের পাশাপাশি ৮ টি বড় বার্জ চালানো হবে। যার দ্বারা প্রতিবার আড়াই হাজার মানুষ যাতায়াত করতে পারবে। দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবনের পুলিশ সুপার কুটিস্বর রাও ঘুরে দেখেন বার্জ।
শীতকাল তাই কুয়াশার দাপট তুঙ্গে। কুয়াশার জন্য ভেসেলগুলিতে বসানো হয়েছে জিপিআরএস। জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। কুয়াশার জন্য বসানো হবে আধুনিক বিদিশী আলোও।
দেখুন অন্য খবর