কলকাতা: রাস্তা অপরিষ্কার, রাস্তায় জমে আবর্জনা, ঘণ্টার পর ঘণ্টা জ্বলছে রাস্তার আলো, শহরে গড়িয়ে উঠেছে বেআইনি নির্মাণ, দখল শহরের ফুটপাত-সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে রাজ্যের বিভিন্ন পুরসভাকে তুলোধরা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মুখ্যমন্ত্রীর ধমক দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকাল থেকে অ্যাকশন মুডে দেখা গেল পুলিশ-পুরসভাকে। এদিন সকাল থেকে কলকাতার গড়িয়াহাট, হাতিবাগান, ধর্মতলা, এসএসএসকেএম, বিধানমগর সহ রাজ্যে সব পুরসভা গুলো ফুটপাত দখলমুক্ত করতে তৎপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে মুখে কুলুপ এঁটেছেন মেয়র থেকে মেয়র পরিষদ সকলেই।
শহর কলকাতা জুড়ে সকাল থেকে হকার উচ্ছেদ নিয়ে পুলিশের অভিযান নিয়ে। পুরসভা ও পুলিশের অভিযান নিয়ে একটি শব্দও ব্যয় করতে চাইলেন না কলকাতা পুরসভার ( Kolkata Municipality) মেয়র পরিষদ তথা টাউন বেন্ডিং কমিটির চেয়ারপারসন দেবাশীষ কুমার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারেই কাজ হচ্ছে। আগামী দিনে আমাকে যে নির্দেশ দেওয়া হবে আমি তা পালন করব। যদিও এই দিনের পুলিশি অভিযানের বিষয়টি কলকাতা পুরসভার পক্ষ থেকে অফিশিয়ালি তিনি কিছু জানেন না বলেও জানালেন দেবাশীষ কুমার।
আরও পড়ুন: বুধবার বিধানসভাতেই শপথ নেব, রাজ্যপালকে জানিয়ে দিলেন সায়ন্তিকারা
এদিন সকালে সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে নামল পুলিশ এবং পুরসভা।বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজ়ার নিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয়। একই ভাবে কলকাতায় এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ফুটপাথ দখলমুক্ত করতেও পদক্ষেপ করে প্রশাসন। গড়িয়াহাটেও ফুটপাথ দখল করে থাকা দোকানদারদের বলা হয়েছে এক দিনের মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে। রাজনৈতিক মহলের মতে, এই প্রথম নয় এর আগে একাধিকবার ফুটপাথ দখলমুক্ত করা হয়েছিল। কিছু দিন যাওয়ার পর যে কে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন পদক্ষেপ করা হলেও, কত দিন তা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
দেখুন ভিডিও
