কলকাতা: দিন দিন উন্নত হচ্ছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। আগে যেসব রোগের চিকিৎসা আমাদের রাজ্যে হত না, এখন সহজেই বাড়ির কাছে অনেক কিছুই উপলব্ধ। এবার আরও বেশি উন্নত হল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। জেলা হাসপাতাল হিসেবে প্রথম এম আর বাঙ্গুর হাসপাতালে চালু হল ফোর-কে অ্যাডভান্সড ল্যাপারোস্কপি সিস্টেম। আজই এক ব্যক্তির ল্যাপারোস্কপিক অপারেশন হয় এই যন্ত্রের সাহায্য নিয়ে। যেখানে ফোর-কে ছবি দেখে চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার সহজে ল্যাপারোস্কপিকর মাধ্যমে করেন। এতে যেমন নির্ভুলভাবে অপারেশন করা যায়, তেমনই রোগীর জীবনের সুরক্ষাও এতে অনেক বেশি নিশ্চিত হয়।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিশেষ আদালতে চার্জশিট জমা সিবিআইয়ের
এই বিষয়ে বিশিষ্ট শল্য চিকিৎসক মাখনলাল সাহা জানিয়েছেন, এই যন্ত্র জেলাস্তরে হাসপাতাল গুলিতে বসানো হওয়ায় আরো বড় বড় অস্ত্রোপচার ল্যাপারোস্কপির মাধ্যমে সম্ভব হবে। এটি রোগীদের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। শুধু তাই নয়, এর জন্য বড় মেডিকেল কলেজে যেতে হবে না। এমনকি এইসব সমস্যায় এবার থেকে ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন পড়বে না রোগীদের। তাই একথা বলাই যায় যে, রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এ এক বড় মাইলফলক।
দেখুন আরও খবর: