আফগানিস্তান: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। রবিবার দেশটির তালিবান সরকার এ তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের ব্যাপারে আগের দেওয়া সংখ্যা কমিয়ে সংশোধনী দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জে সায়িক রয়টার্সের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫-এ দাঁড়িয়েছে। আহত ব্যক্তিদের ব্যাপারে আগের দেওয়া সংখ্যা থেকে সরে এসে তিনি বলেন, ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর আগে আহত ব্যক্তি সংখ্যা ৯ হাজার ২৪০ বলে উল্লেখ করেছিলেন তিনি। সায়িক আরও বলেন, ভূমিকম্পের আঘাতে ১ হাজার ৩২০টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্য খবর দেখুন: