কিংসটন: টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অঘটন। আফগানিস্তানের (Afghanistan) কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে (Australia) ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান। শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখলেন রশিদ খানেরা। কাজে এল না প্যাট কামিন্সের হ্যাটট্রিক। সুপার এইটের লড়াই জমিয়ে দিলেন রশিদ খানেরা। আফগান বোলিং আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার। প্রথম ব্যাট করে আফগানিস্তান করে ৬ উইকেটে ১৪৮ রান। তার জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল ১৯.২ ওভারে ১২৭ রানে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। আফগানিস্তানের দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করেন। রহমানুল্লাহ গুরবাজ করেন ৪৯ বলে ৬০ রান। ইব্রাহিম জাদরান করেন ৪৮ বলে ৫১ রান। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। তিনি এদিন ২৮ রানে ৩ উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার দুই ওপেনার দ্রুত ফিরে যান। ট্রাভিস হেড শূন্য করেন। ডেভিড ওয়ার্নার ৩ রান করেন। লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। রশিদ খান ২৩ রান দিয়ে ১ উইকেট পান। আফগানিস্তানের সফলতম বোলার নাইব ২০ রানে ৪ উইকেট নিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়! কার্যত সেমিফাইনালে ভারত
আরও খবর দেখুন