কেরল: ফের আফ্রিকান সোয়াইন ফিভারের (AFRICAN SWINE FEVER) আতঙ্ক কেরলে (Kerala)। কোট্টিকল ও ভাঝুর পঞ্চায়েতের দুটি শূকরের খামার থেকে এই খবর প্রকাশ্যে আসে। তার পরেই উদ্বিগ্ন কেরল (Kerala Government) সরকার।
সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তার জন্য আক্রান্ত শূকরগুলিকে হত্যার নির্দেশ দিয়েছেন জেলাশাসক জন ভি স্যামুয়েল (District Magistrate John V. Samuel)। নির্দেশে বলা হয়েছে, এটি কেন্দ্রীয় সরকারের সরকারের নির্দেশিকাগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ ৷
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল পরিষেবা
আক্রান্ত শূকরগুলিকে ওই খামারগুলি এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিধন করে দাহ করে ফেলতে হবে। সমস্ত বিষয়টি তদারকির জন্য জেলা পশুপালন অফিসার নিয়োগ করা হয়েছে। খামারের বাইরে শূকর ও পশুখাদ্য পরিবহন নিষেধাজ্ঞা জারি হয়েছে। শূকরের মাংস বিক্রি ও পরিবহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আফ্রিকান সোয়াইন ফিভার, (ASF) শূকরের একটি ছোঁয়াচে ভাইরাল রোগ। যা শূকরের জনসংখ্যার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আফ্রিকান সোয়াইন ফিভার H1N1 বা সোয়াইন ফ্লুর থেকে আলাদা ৷ কারণ এএসএফে শুধুমাত্র শূকর আক্রান্ত হয় ৷ এটি মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কোনও ঝুঁকি তৈরি করে না । তবে যেহেতু আফ্রিকান সোয়াইন ফিভারের জন্য এখনও কোনও ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি, তাই এই বিষয়টি একটি ভয়ের কারণ।
দেখুন অন্য খবর: