কলকাতা: প্রেমের গল্পে যে বয়স কখনও বাধা হয় না, তা আরও একবার প্রমাণ করলেন পেনসিলভ্যানিয়ার ডেনভারের এক প্রাক্তন দম্পতি। কারণ, সম্প্রতি সেখানের ৯৪ বছরের রবার্ট ওয়েনরিচ এবং ৮৯ বছরের ফে গেবল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে তাঁরা দু’জন ২৪ বছর সংসার করেন। কিন্তু বিশেষ কিছু কারণে তাঁদের ডিভোর্স হয়ে যায়। মাঝখানে কেটে যায় প্রায় ৫ দশক। তবে ৪৯ বছর পর তাঁরা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের পুনঃবিবাহ হয়। বিয়ের পর রবার্ট বলেন, “ফে আমার জীবনের প্রথম ভালবাসা। আমি কখনও ভাবিনি যে, জীবনের শেষ প্রান্তে এসে তাঁকে আবার জীবনসঙ্গী হিসাবে ফিরে পাব।”
আরও পড়ুন: ল্যাব থেকে উধাও মারাত্মক ভাইরাসের স্যাম্পেল, কী হবে এবার?
এই অসাধারণ প্রেমের গল্প শুরু হয়েছিল ১৯৫০ সালের গোড়ার দিকে। ফে-র দাদার প্রিয় বন্ধু ছিলেন রবার্ট। সেই সূত্রে ফে-র সঙ্গে পরিচয় হয় তাঁর। একসময় বন্ধুর বোন ফে-র প্রেমে পড়ে যান তরুণ রবার্ট। ১৯৫১ সালের নভেম্বর মাসে তাঁরা বিয়ে করেন। এর পর তাঁদের চার সন্তানের জন্ম হয়। তবে ২৪ বছরের সুখী দাম্পত্য জীবনের পর ১৯৭৫ সালে ব্যক্তিগত কারণে তাঁদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর দু’জনই নতুন জীবনসঙ্গী খুঁজে পান এবং আবার বিয়ে করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উভয়ের জীবনসঙ্গী মারা যান। যদিও এর মাঝে রবার্ট এবং ফে- দু’জনের মধ্যে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি। পারিবারিক অনুষ্ঠানে তাঁরা নিয়মিত একসঙ্গে যেতেন এবং একে অপরের পাশে থাকতেন। কিন্তু সময়ের স্রোতে ভালবাসার টান তাঁদের আবার একত্রিত করে। তাঁদের এই প্রেমে গল্প প্রমাণ করে যে, ভালোবাসা কখনই ফিকে হয়না।
দেখুন আরও খবর: