লখনউ: বিমানে বোমাতঙ্কের (bomb scare ) খবর ঘিরে বিগত কয়েকটি দিন ধরে তোলপাড় হয়েছে দেশ। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এবার ট্রেনেও সেই বোমাতঙ্কে ঘটনা ঘটল।
বিহার (Bihar) থেকে দিল্লিগামী ট্রেনটিকে উত্তরপ্রদেশে হঠাৎ করে থামিয়ে চলল তল্লাশি। তবে বোমার কোনও হদিশ পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরে ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
শুক্রবার নির্দিষ্ট সিডিউল অনুযায়ী বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপেস দ্বারভাঙা থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু সন্ধ্যা ৭ টা নাগাদ উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। দিল্লির কন্ট্রোল রুম থেকে জরুরি ভিত্তিতে জানিয়ে দেওয়া হয় ট্রেনে বোমা রাখা আছে বলে তাদের কাছে খবর এসেছে। আসেন বম্ব স্কোয়াডের কর্মীরা। উত্তরপ্রদেশের গোণ্ডা স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রেনে বোমা নেই নিশ্চিত হওয়ার পরেই ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।
আরও খবর: বিয়ে অবৈধ হলেও সন্তানের জন্ম নথিবদ্ধকরণ অস্বীকার করা যায় না, রায় কোর্টের
গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর নরেন্দ্র পাল সিংহ বলেন, দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জিআরপি, আরপিএফ ও নিরাপত্তাকর্মীদের সতর্ক করা হয়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। গোণ্ডা থানায় ট্রেনটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।
বোমা বা বিস্ফোরক জাতীয় সামগ্রীর হদিশ পাওয়া যায়নি। নিশ্চিত হওয়ার পরেই ট্রেনটি ফের যাত্রা শুরু করে। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তাদের আশ্বস্ত করা হয়।
গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর পাল জানিয়েছেন, কে বা কারা এইভাবে ভুয়ো আতঙ্ক ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে একনাগাড়ে বিমানে বোমা হামলা খবর ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। অন্তর্দেশীয় বিমান ছাড়াও আন্তর্জাতিক বিমানে বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে।
গত দু সপ্তাহ ধরে প্রায় ৫০০’র বেশি বিমানে বোমাতঙ্কের খবর এসেছে। বাদ যায়নি কলকাতা বিমান বন্দরও।
বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জাতীয় তদন্তকারি সংস্থা (এনআইএ)-এর তৎপরতায় দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
দেখুন অন্য খবর: