মুর্শিদাবাদ: এতদিন ‘টক টু মেয়র’ শুনে এসেছেন, যেখানে ফোন করে মেয়রের কাছে সরাসরি উপভক্তারা অভিযোগ দায়ের করতে পারেন। আর সেই অভিযোগ চটজলদি সমাধান করা হত মেয়রের পক্ষ থেকে। ঠিক সেরকম ধাঁচেই এবার দেখা গেল ‘টক টু প্রধান’!
আরও পড়ুন: কেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু! আটক স্বামী
গ্রাম পঞ্চায়েতের ডাকে গ্রাম সভার পক্ষ থেকে বার্ষিক আয় ব্যয় নিয়ে অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠান। সাদিখাঁরদেয়াড় পঞ্চায়েতের গ্রাম সভায় উঠে এলো এক অন্যরকম ছবি। মানুষের ভিড়ে সরাসরি অভিযোগকারীদের সাথে কথা বললেন প্রধান, শুনলেন অভিযুক্তদের অভিযোগ। এমনকি দাবি করা হয় অভিযোগ শুনে মাত্র ৪৫ থেকে ৯০ দিনের মধ্যে সমাধান করা হবে সমস্যা। এই গ্যারান্টি দেওয়া হয়েছে সাদিখাঁরদেয়াড় পঞ্চায়েতের প্রধান মহাবুল ইসলাম।
বাম-কংগ্রেস-তৃণমূল-বিজেপি ৪ দলের নেতা নেত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রাম সভার কাজ। এমন ছবি দেখা গেল মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখাঁরদেয়াড় গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায়। ‘টক টু মেয়রের’ কায়দায় সমাধান করা হলো ‘টক টু প্রধান’ এর মাধ্যমে। এই প্রসঙ্গে প্রধান মহাবুল ইসলাম জানান, ‘ জনগণের জনপ্রতিনিধিত্ব করাই আমার কাজ , বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নির্বিশেষে সকলের কাজ করা নির্দেশ দিয়েছেন আমি তার নির্দেশেই চলছি। গোটা রাজ্যে এক অন্যরকম পঞ্চায়েত গড়ে তুলব দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলবো। বলো দাবি করেন এই পঞ্চায়েত প্রধান।’
দেখুন অন্য খবর