কলকাতা: নিম্ন আদালতে (Lower court) পর এবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ বিকাশ মিশ্র (Bikash Mishra)। জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে মামলা বিকাশের। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০ দিনের বেশি হয়ে গেলেও নিম্ন আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করছে না পুলিশ। বিকাশের দাবি তার বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলা ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে নিজের দাদার মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা।
কয়লা ও গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে সিবিআই। পরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই সব মামলা ভিত্তিহীন বলে দাবি করেছেন বিকাশ।
আরও পড়ুন: বিতর্কিত ভাষণ, বিচারপতি এস কে যাদবকে সতর্কবার্তা সুপ্রিম কোর্ট কলেজিয়ামের
কয়লা পাচার মামলায় যখন বিকাশকে সিবিআই গ্রেফতার করে তখনই তার নাম জড়ায় আবার গরু পাচার মামলাতেও। জামিনে ছাড়া পান তিনি। হাইকোর্ট জানিয়ে দেন, কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোনওভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমান যেতে পারবেন না তিনি।
এমনকি রাজ্যের বাইরেও বেরোতে পারবেন না। নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। সেই সময়ের মধ্যে এই গ্রেফতারির ঘটনা ঘটে।
দেখুন অন্য খবর: