তেলআভিভ: ফের ইজরায়েলের (Israel) হামলায় গাজায় (Gaza) মৃত্যু মিছিল। মঙ্গলবার গাজা উপত্যকায় ইজরায়েলের হামলায় ৩৩ জন নিহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের (Hamas) ইজরায়েলে আক্রমণের পর থেকে ইজরায়েলের পাল্টা হামলা অব্যাহত। এদিকে ইজরায়েলের সেনা জানিয়েছে লেবানন থেকে উত্তর ইজরায়েলের দিকে ছোড়া রকেটগুলি নষ্ট করা হয়েছে। তবে এতে দুজন ইজরায়েলের সেনা জখম হয়েছেন।
গাজা উপত্যকায় মানবিক সরবরাহ বৃদ্ধির বিষয়ে ও গাজায় যুদ্ধবিরতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে যায়। বুধবার এই ভোটগ্রহণ হওয়ার কথা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে বন্দিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। ইজরায়েল বিরোধী ইয়েমেনের হুথিরা জানিয়েছে এই অঞ্চলে জাহাজ রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন নৌ মিশন প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্য করে আক্রমণ শানাবে। গত কয়েকদিন ধরে হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে জাহাজে হামলা চালিয়েছে। এবং তারা বলেছে যে ইজরায়েল গাজায় তাদের বোমাবর্ষণ বন্ধ না করলে তারা তাদের হামলা চলবে।
আরও পড়ুন: হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালের ভগ্নদশা
প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের হামলায় এখও পর্যন্ত সেখানে প্রায় ২০,০০০ মানুষের মৃত্যু হয়েছে।
আরও খবর দেখুন