সোদপুর: ফের আরজি করে (RG Kar Medical College) নির্যাতিতা তরুণী ডাক্তারের বাড়িতে গেলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের জুনিয়র ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা। তাঁর নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। প্রায় চার ঘন্টা নির্যাতিতা তরুণীর সোদপুরের বাড়িতে বাবা মায়ের সঙ্গে কথা বলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল। সুপ্রিম কোর্টের শুনানি প্রক্রিয়ার শেষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (West Bengal Junior Doctors Front) প্রতিনিধি দল নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান।
আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানি প্রক্রিয়া ‘কম সময়’ (জুনিয়র ডাক্তারদের একাংশের মত) ধরে হওয়ায় খুশি নন জুনিয়র চিকিৎসকরা। এছাড়াও ঝাড়গ্রামে যেখানে চিকিৎসক মারা গিয়েছেন সেখানেও গিয়েছেন তাঁদের প্রতিনিধি দল। গোটা বিষয়টা তাঁরা নজরে রেখেছেন বলে জানিয়েছেন। পরীক্ষায় কঠোর ব্যবস্থা চালু করা নিয়ে তাঁরা জানান, যদি এই ব্যবস্থা চালু হয় তাহলে খুব ভালো হয়। এই নিয়ে নবান্নে তাঁদের সঙ্গে কথা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: রেখা পাত্রকে আপত্তিজনক মন্তব্য ফিরহাদ হাকিমের
দেখুন অন্য খবর: