বীরভূম: তৃণমূল বিধায়কের নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তান্ডবের অভিযোগ পঞ্চায়েত অফিসে। কাজল অনুগামীরা বসে পড়ল পঞ্চায়েতের আধিকারিকদের চেয়ারে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোরপূর্বক দখল কাজল শেখের (Kajal Seikh) লোকজনের। দুপুরে পঞ্চায়েত ছেড়ে পালাতে হল অনুব্রত (Anubrata Manadal) অনুগত উপপ্রধানকে। বহিরাগত, গুন্ডারাজ মানছি না রাতে পাল্টা মিছিল করে স্লোগান অনুব্রত গোষ্ঠী উপপ্রধানের। রীতিমতো উত্তেজনার পরিবেশ। সিন্ডিকেটের টাকা ভাগ নিয়ে তৃণমূলের লড়াই কটাক্ষ বিজেপির। বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল অঞ্চল সভাপতি মামন সেখ। অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত। নির্বাচিত জন প্রতিনিধি হিসেবেই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে। এবার অনুব্রত মণ্ডলের ছত্রছায়ায় থাকায় গ্রাম পঞ্চায়েত ছেড়ে পালাতে হল উপপ্রধান মামনকে। উপপ্রধানের দায়িত্বে থাকা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কাজল শেখের নির্দেশে তৃণমূল বিধায়ক বিধান চন্দ্র মাঝি নেতৃত্বে জোরপূর্বক দখল নিল। বহিরাগত, গুন্ডারাজ মানছি না রাত্রেই পাল্টা মিছিল পঞ্চায়েতের উপপ্রধান গোষ্ঠীর। দিনে কাজল, রাত্রে কেষ্ট, ক্ষমতা প্রদর্শন করল তৃণমূলের দুই গোষ্ঠী। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে রীতিমতো তপ্ত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকা।
আরও পড়ুন: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় গ্রেফতার ১
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের অভিযোগ, বহিরাগতরা পঞ্চায়েত অফিসে ঢুকে গুন্ডারাজ চালিয়েছে। সরকারি আধিকারিকদের চেয়ারে বসে সেই চেয়ারকে অপমান করেছে। পঞ্চায়েতে রীতিমতো তান্ডব চালানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নানুর বিধানসভার তৃণমূল বিধায়ক বিধান মাঝি জানিয়েছেন, সরকারি কাজের তদারকি করতে গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট করেছি। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের প্রধান রয়েছেন। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নানুরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সব রকম ভাবে সরকার পাশে থাকবে। সেই কাজগুলো কোন পর্যায়ে রয়েছে দেখে গেলাম।
সভাপতি সাংগঠনিক পদ, সভাধিপতি প্রশাসনিক পদ। জেলা পরিষদের সভাধিপতির লোকজন অসংবিধানিকভাবে পঞ্চায়েত দখল করতে গেছিল। শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। মূল কারণ পঞ্চায়েতের সরকারি কাজের ১৫ শতাংশ কাট মানি। জনগণের টাকা। এরা লুট করছে। লুটের টাকা কে পকেটে ভরবে ? তার লড়াই চলছে। ১৬ তারিখ জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক। তার আগেই কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ। খুব স্বাভাবিকভাবেই দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। কবে এই দ্বন্দ্ব মিটবে ? সবচেয়ে বড় প্রশ্ন বীরভূমে।
দেখুন ভিডিও