ওয়েব ডেস্ক: বিশ্বের পরমাণু শক্তির সাপেক্ষে ইরানের এক একটি পদক্ষেপ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সম্প্রতি ইরানের তরফে ঘোষণা করা হয়েছে যে তাঁরা আরও ৬০০০ সেন্ট্রিফিউজ বসানোর জন্য পরিকল্পনা করছে। আর সেটি ইউরেনিয়াম যুদ্ধ সমৃদ্ধ করার জন্য। আর এই নতুন প্রকল্পের ফলে তেহেরান তার পরমাণু প্রকল্পকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবে। যা পরমাণু শক্তির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
পরমাণু অস্ত্র তৈরি করার জন্য অন্ততপক্ষে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। তবে মনে রাখা জরুরি ৬০% সমৃদ্ধকরণ অস্ত্র তৈরির জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পর্যায়। বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ ইজরায়েল ইরানকে মোটেই পরমাণু শক্তির অধিকারী হতে দিতে চায়না। আর ইরানের প্রধানমন্ত্রী ইজরায়েলকে যে কোনো মূল্যে পরমাণু শক্তিধর হাওয়া ঠেকিয়ে রাখার জন্য হুমকি দিয়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ফের লেবাননে বিধ্বংসী হামলা চালাল ইজরায়েল
ইতিমধ্যে ইজরায়েলের দাবি করেছে, ৬০ শতাংশ ইউরেনিয়াম তৈরি করে ইরান স্পষ্ট করেছে যে, তাঁরা পরমাণু অস্ত্র তৈরীর এক ধাপ কাছাকাছি। তবে ইরান সরকার পাল্টা বলেছে যে যদি তাদের ওপর এই বিষয়ে আরো পদক্ষেপ নেওয়া হয় তবে তারা পরমাণুর কর্মসূচি নিয়ে আরো দ্রুত অগ্রসর হবে।
ইরানের দাবি, তাঁদের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও আসলে দাবি এখনো এক। এছাড়াও ইরানের শীর্ষ কর্তারা জানিয়েছেন প্রয়োজনে ইরান তাঁর পরমাণু মতবাদে পরিবর্তন আনতে পারে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে ইরান যদি তাঁদের পরমাণু প্রকল্পে আরো অগ্রসর হয় তাহলে কি শুধুমাত্র শক্তি স্থাপনা করবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সৃষ্টি করবে।
দেখুন আরও খবর: