নদিয়া: দুর্ঘটনায় হারিয়েছে একটি চোখ। এক চোখেই রাত দিন লক্ষ্মীর সড়া (Man Phulia Drawing Lakshmi Saras) এঁকে চলেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। তাঁর কাঁধে সংসারের দায়িত্ব। তুলির টানে বৃদ্ধের হাতে মাটির সরায় ফুটে উঠেছে লক্ষ্মী নারায়ণ, দুর্গা সহ বিভিন্ন চিত্র। অশক্ত হাতে এক চোখের সাহায্যে এঁকে চলেছেন তিনি। জানা যায় , বংশপরম্পরা ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত এই পরিবার। শিল্পীর হাতের ছোঁয়ায় সরাতে ফুটে উঠছে লক্ষ্মী নারায়ণের ছবি। নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে একের পর এক লক্ষ্মীসরা। ইতিমধ্যেই সেই সব সরা বাজারে গিয়েছে বিক্রির জন্য। বাকি প্রস্তুত করছেন বাজারে পাঠানোর জন্য। বৃদ্ধের বর্তমান পরিবারে লোক বলতে রয়েছে ছেলে, স্ত্রী ও ওই বৃদ্ধ , এবং দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কৃষ্ণনগরে বিবস্ত্র অবস্থায় যুবতীর দেহ উদ্ধার
চিত্তরঞ্জন পাল বলছেন, ১৮ বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত। এই শিল্প এখন শেষের দিকে। প্রায় বছর দশেক আগে একটি পথ দুর্ঘটনায় তার একটি চোখ হারাতে হয়। সংসারের হাল ধরতে এক চোখেই দিনরাত ধরে লক্ষ্মীরসড়া একে চলেছেন ওই বৃদ্ধ। নাম চিত্তরঞ্জন পাল,বাড়ি ফুলিয়ায় (Phulia)। সারা বছর এই কাজ থাকে না। তাই বাকি সময় চায়ের দোকান করেই সংসার চালাতে হয়। চিত্তরঞ্জন বাবুর আক্ষেপ ,অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি কিন্তু চাকরি হয়নি। এমনকি বর্তমানে আমার বয়স ৭০ হলেও কপালে জোটেনি বার্ধক্য ভাতা। সংসারের হাল ধরতে বাধ্য হয়েই তাই এই বয়সেও রাত দিন করে কাজ করে সংসার চালাতে হচ্ছে।
অন্য খবর দেখুন