কলকাতা: কামারহাটিতে (Kamarhati) শিশু (Child) খুনের ঘটনাকে ঘিরে উত্তেজনা। সদ্যোজাত শিশুকে খুনের ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করেও গ্ৰেফতার (Arrest) না করার অভিযোগ বেলঘরিয়া থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনায় বিক্ষোভ (Agitation) বাসিন্দাদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে আরিয়াদহ রামকৃষ্ণপল্লি এলাকায় এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, কেউ শিশুটিকে কাপড়ে মুড়ে ছুড়ে ফেলছে। তারপর সেই নির্মীয়মাণ আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে এক মহিলাকে সন্দেহজন মনে করে চিহ্নিত করা হয়। এলাকার বাসিন্দারা বেলঘড়িয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। কিন্তু অভিযুক্ত মহিলাকে আটক করার পরেও তাকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেনি।
আরও পড়ুন: বাড়তি নম্বর বাতিল, পরীক্ষায় বসার সুযোগ ওই নিট পরীক্ষার্থীদের
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। অভিযোগ, গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত মহিলার ভাইয়ের কাছে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় বেলঘড়িয়া থানার তদন্তকারী এক অফিসারের বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার ভাইয়ের সেই টাকা চাওয়ার বয়ানের ভিডিও সংবাদমাধ্যমের হাতে। সদ্যোজাত শিশুর খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
আরও খবর দেখুন