প্রয়াগরাজ: আসন্ন ২০২৫ সালে রয়েছে মহাকুম্ভ মেলা। প্রতি ১২ বছর অন্তর এই বিশাল মেলা আয়োজিত হয় উত্তরপ্রদেশে। আর এবার মহাকুম্ভ মেলায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। সেই লক্ষ্যে শুক্রবার প্রয়াগরাজে চালু হয়েছে অত্যাধুনিক এআই চালিত চ্যাটবট ‘কুম্ভ সহ-এআই-য়ক’। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে এই চ্যাটবটের উদ্বোধন করেন। জানা গিয়েছে, এই এআই চ্যাটবট প্রতি মুহূর্তে পুন্যার্থীদের বিনামূল্যে পরিষেবা প্রদান করবে। এটি হিন্দি, ইংরেজি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, মালয়ালম, উর্দু, গুজরাতি, পঞ্জাবি এবং কন্নড়সহ একাধিক ভাষায় পরিষেবা দেবে। এটি মেলা প্রাঙ্গণে পথনির্দেশনা, মেলার ইতিহাস, মেলার আচার-অনুষ্ঠানের তাৎপর্য, প্রত্যেকের নির্দিষ্ট থাকার জায়গা এবং ভ্রমণের তথ্যসহ বিভিন্ন বিষয়ের উপর রিয়েল-টাইম সহায়তা প্রদান করবে।
আরও পড়ুন: ডিলে ইন্ডিগোর ফ্লাইট! তুরস্কে আটকে ৪০০ ভারতীয়
২০২৫ সালের ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৪০ কোটি পুণ্যার্থীর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ ২০২৫-কে ‘ঐক্যের মহাযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “মহাকুম্ভ জাতির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” এদিন তিনি প্রয়াগরাজে ৫,৫০০ কোটি টাকা ব্যয়ে ১৬৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।
দেখুন আরও খবর: