কলকাতা: রাজ্যে বিধানসভা উপ নির্বাচনে(By Election) প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। তার মধ্যে উল্লেখযোগ্য নাম কল্যাণ চৌবে ভট্টাচার্য। কলকাতার মানিকতলা বিধানসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি। গত বিধানসভা ভোটেও মানিকতলা আসনে তিনি বিজেপির প্রার্থী ছিলেন। ভোটে হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী বর্ষীয়ান সাধন পান্ডের কাছে। ওই চারটি বিধানসভার উপ নির্বাচন হবে ১০ জুলাই। তার জন্য দিল্লি থেকে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রায়গঞ্জের জন্য প্রার্থী করা হয়েছে মানস কুমার ঘোষকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মনোজকুমার বিশ্বাসকে। বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয়কুমার বিশ্বাসকে।
আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। বামেরাও প্রার্থী দিয়েছে। তৃণমূলের তরফে মানিকতলায় প্রার্থী হয়েছেন প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। রায়গঞ্জে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। বাগদায় প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর।
আরও পড়ুন: ভূতের গেমে আসক্তি, অস্বাভাবিক মৃত্যু স্কুলছাত্রের
রায়গঞ্জে বিজেপির হয়ে গত বিধানসভায় জয় পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তিনি পরে দলবদলে যোগ দেন তৃণমূলে। এবার লোকসভায় রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। হেরে যান। রানাঘাট দক্ষিণে গত বিধানসভায় বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন মুকুটমণি অধিকারী। পরে তিনি দলদবল করেন। এবার লোকসভায় তৃণমূলের হয়ে রানাঘাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। হেরে যান। বাগদা আসনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি দলবদল করেন। এবার তিনি তৃণমূলের হয়ে বনগাঁ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। হেরে যান। মানিকতলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে প্রয়াত হন। সেজন্য সেখানে উপ নির্বাচন হচ্ছে।
আরও খবর দেখুন