নয়াদিল্লি: তেলআভিভগামী সব উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India)। ইরান (Iran) ইজরায়েল (Israel) যুদ্ধের আশঙ্কায় এই সিদ্ধান্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। হামাস (Hamas) প্রধান ইসমাইল হানিয়ার খুনের বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি। রতন টাটার বিমান সংস্থা আগামী ৮ অগাস্ট পর্যন্ত দিল্লি থেকে ইজরায়েলের রাজধানী তেলআভিভের সব উড়ান স্থগিত রাখার ঘোষণা করেছে।
বিমান সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার কিছু অংশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা ৮ অগাস্ট ২০২৪ পর্যন্ত তেল আভিভ থেকে আমাদের উড়ানগুলির নির্ধারিত কার্যক্রম স্থগিত রেখেছি। এদিকে আয়াতোল্লা খামেইনির নির্দেশ পেয়ে ইতিমধ্যে জরুরি বৈঠক করেছে ইরানের জাতীয় সামরিক পরিষদ। এই প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে হাজির ছিলেন হানিয়া। একটি গোপন সরকারি অতিথিশালায় তাঁকে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ খুন করে বলে অভিযোগ।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সাংসদের বাড়িতে বুলডোজার নিয়ে হাজির ইডি
আরও খবর দেখুন