নয়াদিল্লি: আধিকারিকদের মতে দিল্লি বিমানবন্দরে প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার একজন সিনিয়র পাইলটের মৃত্যু হল। পাইলট হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছে। হিমানিল কুমারের বয়স ৩০ বছর। তিনি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ এয়ার ইন্ডিয়ার অপারেশন বিভাগের একটি প্রশিক্ষণ সেশনে ছিলেন। হঠাৎ তিনি অস্বস্তির লক্ষণ দেখাতে শুরু করেন এবং সহকর্মীরা তাঁকে সহায়তা করার চেষ্টা করেন। তাঁকে বিমানবন্দরে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। এয়ারলাইনটি পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। পাইলটের বাবা এয়ারলাইনের একজন সিনিয়র কমান্ডার ছিলেন।
একজন আধিকারিক জানিয়েছেন, কুমার ২৩ অগাস্ট তাঁর ডাক্তারি পরীক্ষা করিয়েছিলেন এবং তাঁকে ফিট ঘোষণা করা হয়েছিল। ফ্লাইং ডিউটির ক্ষেত্রে কোনও ক্লান্তি-সম্পর্কিত সমস্যা তাঁর ছিল না। এবং ছুটির পরে কুমার বৃহস্পতিবার আবার প্রশিক্ষণ শুরু করেছেন।
আরও পড়ুন: জয়নগর কাণ্ডে মূল অভিযুক্ত আনিসুর গ্রেফতার
আধিকারিক আরও জানিয়েছেন, তার অতীতের সমস্ত চিকিৎসা রিপোর্ট ভালো ছিল। কোথাও কোনও সমস্যা ছিল না।
আরও খবর দেখুন :