নয়াদিল্লি: আমিষ খাওয়া বন্ধ করে দিয়েছিল প্রেমিক। প্রকাশ্যে সবার সামনে হেনস্তা করত। তাই অপমানিত হয়ে কি চরম পদক্ষেপ হিসেবে আত্মঘাতী হয়েছেন এক তরুণী পাইলট। মুম্বইয়ের (Mumbai) ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সৃষ্টি তুলি (Srishti Tuli) নামে বছর ২৫-এর ওই পাইলটের মৃত্যুতে তাঁর প্রেমিক আদিত্য পণ্ডিতকে (Aditya Pandit) গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধে। তবে পরিবারের অভিযোগ সৃষ্টিকে খুন করা হয়েছে।
গোরখপুরে অবস্থিত মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সন্দেহ করছেন খুন করে এটিকে আত্মহত্যা হিসাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তাঁরা অভিযোগ করেছেন, আদিত্য, সৃষ্টিকে জনসমক্ষে গালিগালাজ করে এবং তাঁকে আমিষ খাবার খেতে বাধা দেয়। সোমবার ভোরে আন্ধেরি (পূর্ব) মারোল পুলিশ ক্যাম্পের পিছনে ভাড়া বাড়িতে তুলিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, পণ্ডিতের হয়রানির কারণে সৃষ্টি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তুলি রবিবার কাজ শেষে বাড়ি ফেরেন। তখন পণ্ডিতের সঙ্গে তাঁর তর্ক হয়। রাত ১টার দিকে পণ্ডিত দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গিয়েছে। তুলি ফোনে তাকে বলেন যে তিনি চরম পদক্ষেপ নিতে চলেছেন । পণ্ডিত তখন তুলির বাড়ি গিয়ে দেখতে পায় ভেতর থেকে দরজা বন্ধ। একজন চাবি প্রস্তুতকারককে ডেকে রুমটি খোলা হয়। তুলিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: সেনায় নয়া পালক, যুক্ত হল চালকবিহীন হেলিকপ্টার ড্রোন