নয়াদিল্লি: এয়ার মার্শাল অমরপ্রীত সিং (Amar Preet Singh) ভারতের বায়ু সেনার (Air Force) দায়িত্ব নিতে চলেছেন। যিনি বর্তমানে বায়ু সেনার ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এয়ার চিফ মার্শালের পদ গ্রহণ করবেন আগামী ৩০ সেপ্টেম্বর। তিনি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
অমরপ্রীত সিং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতীয় বায়ু সেনার ৪৭ তম ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় বায়ু সেনাতে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। সিংকে ১৯৮৪ সালে আইএএফ-এর ফাইটার স্ট্রিমে নেওয়া হয়েছিল। সেন্ট্রাল এয়ার কমান্ডের (সিএসি) কমান্ড নেওয়ার আগে তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র সিং একটি মিগ-২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার এবং কমান্ডিং অফিসারের পাশাপাশি একটি বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কর্মজীবনে তিনি ২০১৯ সালে অতি বিশেষ সেবা পদক এবং ২০২৩ সালে পরম বিশেষ সেবা পদক লাভ করেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়ল ৭০ শতাংশ
আরও খবর দেখুন