নয়াদিল্লি: দূষণে জেরবার দিল্লি (Delhi) । রাস্তায় বের হলে হলেই কাশি, শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এই অবস্থায় দিল্লি সরকার অনলাইনে (Online) পঠন-পাঠনের নির্দেশ দিয়েছিল। সেই সময় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
এবার পরিস্থিতির একটু উন্নতি হতেই কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-(Commission for Air Quality Management (CAQM)) দূষণ (Pollution) পরিস্থিতির পর্যবেক্ষণ করে ছাড়পত্র দিতেই অনলাইন ও অফলাইনে পঠন পাঠনের নির্দেশ দিল্লি সরকার। সমস্ত সরকার ও বেসরকারি স্কুলগুলিকে এই নির্দেশ দিয়েছে অতিশী সরকার।
আরও পড়ুন: কোন শর্তে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল হাইকোর্ট?
দূষণের মাত্রা বাড়তে থাকায় ১৮ অক্টোবর থেকে অনলাইন ক্লাস হচ্ছে স্কুলগুলিতে। কিন্তু অনলাইন ক্লাসের সুযোগ অনেক পড়ুয়ারা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে মিড মিল থেকেও। অনলাইন ক্লাসের বেশ কয়েকটি অসুবিধা পর্যবেক্ষণ করার পরই সোমবার সুপ্রিম কোর্ট সিএকিউএম-এর কাছে জানতে চায়, সশরীরে স্কুল বা কলেজগুলিতে পড়ুয়ারা আসতে পারবেন কি না।
কেন্দ্রীয় সংস্থাটি এ বিষয়ে ছাড়পত্র দিয়ে জানিয়ে দেয়, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাস অফলাইনে চালু করা যাবে। তবে শুধু অফলাইনেই নয়, যেখানে অনলাইনে ক্লাস করানোর মতো সমস্ত পরিকাঠামো রয়েছে, সেখানে এই নিয়ম কার্যকর করা যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরই কেন্দ্রীয় সংস্থাটি পরিস্থিতি খতিয়ে দেখে গ্রিন সিগন্যাল দেয়। তার পরেই দিল্লি সরকার স্কুলগুলিতে দুই পদ্ধতিতে ক্লাসের নির্দেশ দেন।
মঙ্গলবারেও দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে দূষণ পরিস্থিতি খুব ভালোর দিকে নেই। শুধুমাত্র ‘ভয়ানক’ পরিস্থিতি থেকে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে এসেছে অবস্থা। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণগত মানের সূচক ৩৮২। সঙ্গে চলছে ধোঁয়াশার দাপটও।
দেখুন অন্য খবর: