মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন এবারের জন্মদিনটা কন্যা আরাধ্যার সঙ্গে কাটিয়েছেন। নিঃসন্দেহে তাঁর জন্য মাইল ফলক স্পর্শ করার বছর। তাঁর জীবনের জুবিলি ইয়ারে ঐশ্বর্য কীভাবে কাটালেন জন্মদিন। কন্যা এবং মা দুই ব্যক্তির সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন বিশ্বসুন্দরী। কেবল তাই নয়, কন্যার থেকে পেয়েছেন বিশেষ উপহারও। প্রথমবার সকলের সামনে কিছু বক্তব্য রেখেছেন আরাধ্যা। যা শুনে অবাক হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন স্বয়ং। মা’কে প্রশংসা করে বলেছেন, ঐশ্বর্য যা করছেন সমাজের জন্য তা এক কথায় প্রশংসনীয়।
স্বামী পাশে না থাকলেও মেয়ে কিন্তু মায়ের হাত ছাড়েনি। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই জন্মদিন পালন করলেন অভিনেত্রী। বলিউড সূত্রে খবর, ঐশ্বর্যর সঙ্গে নাকি আর আগের মতো মধুর সম্পর্ক নেই বচ্চন পরিবারে। শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে তিক্ততা নাকি চরম পর্যায় পৌঁছেছে। কিছুদিন আগেই এই সম্মানজনক ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে প্যারিসে গিয়েছিলেন বচ্চন পরিবারের মহিলারা। ব়্যাম্পে প্রথমবার হেঁটেছিলেন অমিতাভের নাতনি নব্যা নভেলি নন্দা। ঐশ্বর্যও হেঁটেছিলেন। সেই ফ্যাশন উইকের কোনও ছবিতেই ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তখনই তোলাপাড় শুরু হয় নেটজুড়ে।
এদিকে, অমিতাভ এবং জয়া কেউই তাঁদের বউমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তাঁর জন্মদিন পালন হয়নি বচ্চন পরিবারে। কেবল অভিষেক বচ্চন শুভ জন্মদিন লিখে একটি পুরনো ছবি পোস্ট করে তাঁকে সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্য খবর দেখুন: