ওয়েব ডেস্ক: বুধবার দুপুরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aiswarya Rai Bacchan) গাড়িতে পিছন থেকে সজ্জরে ধাকা মারে একটি বাস। জানা যাচ্ছে, ওই বাসটির নম্বর ২৩১ সেটি সান্তাক্রুজের উদ্দেশে যাচ্ছিল। সেই বাসটি ঐশ্বর্য রাই বচ্চনের গাড়িতে ধাক্কা মারে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পিছনের অংশ।
তবে কেমন আছেন ঐশ্বর্য?
আরও পড়ুন: সোনুর গানের মঞ্চে ছোড়া হল পাথর! ‘হতবম্ব’ গায়ক
জানা যাচ্ছে, গাড়ির ভিতর ঐশ্বর্য রায় বচ্চন বা বচ্চন পরিবারের কেউ উপস্থিত ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। এমনকি বচ্চন পরিবারের পক্ষ থেকেও ঘটনা সম্পর্কে কোন বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভিডিও ভাইরাল হয়েছে এক পাপ্পারাজির আক্যাউন্ট থেকে।
View this post on Instagram
জানা যায়, বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগার ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মুম্বাইয়ের রাস্তা। তবে জানা যায় তড়িঘড়ি ঐশ্বর্যর নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়।
দেখুন অন্য খবর