কলকাতা: অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। দীর্ঘদিন ধরে কানাঘুষো শোনা যা ছিল অভিষেক-ঐশ্বর্য আর এক ছাদের তলায় থাকছেন না। জলসা ছেড়ে মেয়েকে নিয়ে মার সঙ্গে থাকছেন। নভেম্বর মাসে মেয়ে-বউকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যদিও বিচ্ছে নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। বিচ্ছেদের জল্পনার মাঝে নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai)! ব্যাপারটা একটু বিশদে বলা যাক।
আরও পড়ুন: পন্থকে বিশেষ বার্তা উর্বশীর
ঐশ্বর্যায়া দুবাইতে গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বুধবারের সেই অনুষ্ঠানের একাধিক ঝলক প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিয়ো শেয়ার করা হয়। মঞ্চে ঐশ্বর্য আসতে স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাই। নামে পাশ থেকে উধাও হয়ে যায় বচ্চন। বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করেন। তাই হঠাৎ সেটাকে না দেখতে পাওয়ায় হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়!
View this post on Instagram
অন্য খবর দেখুন