নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal) সম্প্রতি ঘটে যাওয়া হিংসা পূর্ব পরিকল্পিত বলে সংসদে অভিযোগ তুলে ধরলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার শীতকালীন অধিবেশনে লোকসভায় জিরো আওয়ারে দেশে সম্প্রীতি রক্ষার কথা, সংখ্যালঘুদের কথা তুলে ধরলেন কনৌজের সাংসদ। তিনি ওই হিংসাকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছেন। একইসঙ্গে এই ঘটনায় জড়িত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়ার দাবি জানিয়েছেন। অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপি যেভাবে কাজ করছে তাতে সম্প্রীতি ধ্বংস হতে পারে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ জানান, দেশে ‘দ্য প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট’ রয়েছে। ১৯৯১ সালের আইনে বলা রয়েছে অযোধ্যা এবং জম্মু ও কাশ্মীর রাজ্য ছাড়া প্রতিটি ধর্মীয় স্থানে স্থিতাবস্থা বজায় থাকবে। যেমনটি ১৯৪৭ সালে ১৫ অগাস্ট ছিল। বিশ্লেষকদের ব্যাখ্যা, অখিলেশ বলতে চেয়েছেন, স্বাধীনতার সময় থেকে যেখানে যে ধর্মাবলম্বীরা প্রার্থনা করছেন। সেটাই তাঁদেরই উপাসনাস্থল। উল্লেখ্য, সম্ভলে ‘আদালতের নির্দেশ’-কে ভিত্তি করে একটি ধর্মীয়স্থানে দ্বিতীয়বারের সমীক্ষা চলাকালীন গত ২৪ নভেম্বর হিংসার ঘটনায় চার জনের মৃত্যু হয়। পুলিশকর্মী সহ অনেকে আহত হন। আগামীকাল বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্ভল এলাকা পরিদর্শনে যেতে পারেন।
আরও পড়ুন: সীতারামন, নাড্ডার বিরুদ্ধে নির্বাচনী বন্ড মামলা খারিজ!
দেখুন অন্য খবর: