নয়াদিল্লি: অযোধ্যায় (Ayodhya) ধর্ষণের অভিযোগের ঘটনায় এবার অভিযুক্তদের ডিএনএ (DNA) পরীক্ষার (Test) দাবি তুললেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অভিযোগ, একটি ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে দুজন। এই ঘটনায় এক সমাজবাদী পার্টির সদস্য ও অন্য একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সমাজবাদী পার্টির তরফে ট্যুইট করে বলা হয়েছে, বিজেপি সরকার অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করে সঠিক বিচার করুক। বরং রাজনীতি করা বন্ধ করুক। আইন অনুযায়ী দোষীকে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু ডিএনএ পরীক্ষার পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে এই ঘটনায় জড়িত সরকারি আধিকারিকদেরও ছাড়া উচিত হবে না। সরকার নির্যাতিতাকে সাহায্য করার পরিবর্তে সমাজবাদী পার্টিকে বদনাম করতে ব্যস্ত। সরকার নির্যাতিleকে এখনই ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিক। এই ঘটনায় অখিলেশ ট্যুইট করে বলেছেন, অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করে সঠিক বিচার দেওয়া যাবে। শুধু অভিযোগ তুলে ও রাজনীতি করে এটা হবে না। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে পুরসভাগুলির সঙ্গে বৈঠক পুর মন্ত্রীর
আরও খবর দেখুন